Blogger পোস্ট টাইটেলের নীচে অ্যাডসেন্স কোড কীভাবে বসাবেন [ads code setup below post title]

যাঁরা গুগলের এডসেন্স ব্যবহার করেন তাদের মতে আর্টিকেল টাইটেলের নীচে অ্যাডসেন্স কোড বসালে বেশি রেভিনিউ পাওয়া যায় এবং ক্লিক করার সম্ভাবনা বেশি থাকে। যারা বেশি সংখ্যক অ্যাড না বসিয়ে অল্প সংখ্যক অ্যাড জায়গা মতো বসাতে চান, তাঁদের জন্য পছন্দের জায়গা হল: পোস্টের টাইটেলে নীচের অংশটি।

ads in post body and below title

আপনি যদি আপনার ওয়েবসাইটের মধ্যে নির্দিষ্ট স্থানে গুগল অ্যাডসেন্সের কোড বসাতে ব্যর্থ হন। তাহলে হয়ত আপনার Adsense ইনকামটা একটু কম হতে পারে। তাই শুধু ওয়েবসাইটে ভাল লিখলেই হবে না। কোথায় অ্যাড কোড বসালে ইনকাম ভাল হবে সেই বিষয়টাও জেনে রাখা অতি জরুরি।

প্রথমেই আপনাকে Google Adsense থেকে একটি Ads ইউনিট বেছে নিতে হবে। তারপর সেখান থেকে একটি অ্যাডসেন্স কোড কপি করতে হবে।  এর জন্য আপনাকে প্রথমে অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তারপর Ads অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে By ad unit এ ক্লিক করতে হবে। এবার Display ad অথবা In-article Ad ট্যাবে ক্লিক করুন। আপনি যে কোনও একটিতে ক্লিক করতে পারেন।

ডান পাশে উপরে দেখুন একটা ঘরে লেখা আছে Ad unit name. সেখানে একটি নাম দিন। যেমন আমি লিখেছি blogniye ads below post title. আপনি আপনার ইচ্ছামত বাংলা কিংবা ইংরেজিতে লিখতে পারেন। এবার কোথাও কোন ওস্তাদিগিরী না করে নিচে Save and get code বাটনে ক্লিক দিয়ে কাঙ্খিত ইউনিট কোড কপি করে নিন।

এবার আপনার blogger ড্যাশবোর্ডে লগইন করুন। অবশ্যই আগে আপনি আপনার টেমপ্লেট ব্যাকআপ করে রাখবেন। টেমপ্লেট ব্যাক আপ করার কারণ হচ্ছে, যদি কখনও ভুল হয় তাহলে আপনি পুনরায় আপনার টেমপ্লেটটি ব্যবহার করতে পারবেন। এখন “Template > Edit HTML” সম্পাদনা তে ক্লিক করুন। 

টেমপ্লেট কোড বডির যেকোনো জায়গায় ক্লিক করে Ctrl+F চাপলে একটি সার্চ বক্স খুলে যাবে। এবার সেই সার্চ বক্সে <data:post.body/> লিখে ইন্টার (Enter) বাটনে ক্লিক করে উক্ত কোডটি অনুসন্ধান করুন। 

অনুসন্ধানে পাওয়া <data:post.body/> কোডটির উপরে আপনার কাঙ্খিত গুগল অ্যাডসেন্সের কোডটিকে বসান। খেয়াল রাখবেন ঠিক উপরে বসাবেন। 

how to setup ads below post title

যদি নীচে Adsense কোড বসান, তাহলে পোস্টের শেষে বিজ্ঞাপন দেখাবে। আর যদি উপরে বসান তাহলে পোস্ট টাইটেলের নীচেই বিজ্ঞাপন দেখাবে। আপনি চাইলে উপর এবং নীচ দু জায়গাতেই বসাতে পারেন। এতে পোস্ট টাইটেলের নীচে এবং পোস্টের শেষেও এক সাথে দুই স্থানে বিজ্ঞাপন (ads) দেখাবে। 

বিভিন্ন ধরনের টেমপ্লেটের প্রকারভেদ অনুযায়ী আপনি এই <data:post.body/> কোডটি এক বা একাধিকবার পেয়ে যেতে পারেন। আপনি ট্রাই করে দেখুন কোনটিতে কাজ করে। এবার টেমপ্লেট save করুন।
আর্টিকেল টি বন্ধুদের সাথে শেয়ার করুন
পরবর্তী প্রবন্ধ পূর্ববর্তী প্রবন্ধ
মন্তব্য নেই
মন্তব্য করুন
comment url