About

BlogNiye সাইটটি ব্লগিং শুরু করে February 19, 2022 তারিখ থেকে। ব্লগিং সহ যাবতীয় গুরুত্বপূর্ন বিষয়ের উপর। যেমন: ইন্টারনেট, প্রযুক্তি, সংস্কৃতি, বিজ্ঞান, সাহিত্য, শিল্প সহ নানান বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এখানে প্রবন্ধের ব্যাকরণ, বানান এবং ভাষা শৈলীর ত্রুটিগুলো সংশোধন করার সর্বাত্মক চেষ্টা করি। যাতে, পাঠকগণ শুদ্ধভাবে তার পছন্দের বিষয়টি পড়তে পারে ও বুঝতে পারে। কারণ, পাঠককে বোঝানোই লেখকের সার্থকতা।

আর, যে বিষয়টি না বললেই নয়!
তাহলো— কিছু কিছু প্রবন্ধে একটু ঠাট্টা মশকরা মূলক বাক্য থাকতেই পারে। বলা যায়, দীর্ঘ প্রবন্ধ পাঠ করতে যেন পাঠকের বিরক্তি না আসে। যেমন, আপনি গোমরা মুখে আমাদের প্রবন্ধ পড়ছেন।

পাঠকের চোখে যদি চিরুনী তল্লাশীর পর সাইটের বিষয়ে কোনো অভিযোগ থাকে। তাহলে, ই-মেইলে অথবা কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। যাতে— সম্পর্কিত সমস্যাগুলি সমাধান করতে পারি।


সুজন রায়
লেখক:
BlogNiye (ব্লগনিয়ে)
কুড়িগ্রাম, বাংলাদেশ।

sujanroy.official@gmail.com

মন্তব্য নেই
মন্তব্য করুন
comment url