ব্লগার সাইটে Unable to sign in to comment লেখা দেখায় যে কারণে
অনেক সময় আমাদের ওয়েবসাইটে কিংবা ব্রাউজারে Unable to sign in to comment. Please check your browser configurations to allow sign-in. লেখা বা এই সমস্যাটি দেখায়। বেশির ভাগ ক্ষেত্রে যারা উইন্ডোস ব্যবহারকারী তাদের এটি বেশি দেখা যায়। অনেকেই এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য ব্রাউজারকে ডিফল্টরূপে আবার সেটিং করেন। তবে খুব কম ক্ষেত্রে ব্রাউজারকে ডিফল্ট এ রিসেট করে সফল হতে পারেন। এটি একটি ছোট সমস্যা তবে ব্যবহারকারীকে খুব ভোগান্তির দিকে নিয়ে যায়।
আপনি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হন কিংবা উইন্ডোস ব্যবহারকারী হন। দুটি ক্ষেত্রে কিন্তু সমাধান প্রায় একই। যেহেতু এখানে ব্রাউজার কনফিগারেশন চেক করতে বলা হয়েছে সুতরাং এর জন্য আপনাকে প্রথমে ব্রাউজারের সেটিং এ যেতে হবে। এরপর Privacy and security অপশনে আসতে হবে। এখানে কয়েকটি সেটিং দেখতে পারবেন এর মধ্যে Tracking Protection সেটিং এ ক্লিক করতে হবে। এরপর আপনি দেখতে পাবেন Advanced অপশনে Block all third-party cookies বাটনটা অফ করা রয়েছে। আপনাকে শুধু সেটা অন করে দিতে হবে। সেটিং টি সফল হয়েছে। আপনার কাজ শেষ।
যে ব্রাউজারে আপনার এই সমস্যা দেখা দেবে, আপনাকে সেই ব্রাউজার সেটিংসে গিয়ে এই সমস্যাটির সমাধান করতে হবে। মূলত যখন আপনি থার্ড পার্টি কুকিস অফ করে রাখেন তখন এই সমস্যাটি দেখা দেয়। সহজ কথায় বলতে গেলে। কমেন্ট অপশনটি। একটি থার্ড পার্টি কুকিস এর মাধ্যমে কাজ করে। যখন কেউ ব্রাউজারের সেটিংয়ে third party cookies কে block করে রাখে, তখনই Unable to sign in to comment এই সমস্যা দেখা দেয়। এটাই এর মূল কারণ।
এছাড়াও সাইন ইন, মিডিয়া আপলোড, ফটো আপলোড, লগইন সহ নানান ধরনের ব্রাউজারের যে সমস্যাগুলো রয়েছে বা যখন ব্রাউজার কনফিগারেশন চেক করতে বলে, এইরকম সমস্যাগুলো মূলত কুকিজ এর কারণে হয়ে থাকে। তাই কুকিজ অপশনটা block থেকে আনব্লক করলেই এ সকল সমস্যা থেকে সমাধান মেলে।