সার্চ কনসোলে Referring page None detected বলতে কি বুঝায়?
আপনার যদি ওয়েবসাইট থাকে এবং আপনি গুগল সার্চ কনসোলে মস্তানী করে থাকেন, তাহলে হয়তো Referring page লেখাটা দেখে থাকবেন। কোথাও হয়তো দেখবে Referring page এর ডান পাশে None detected লেখা শো করাচ্ছে। আবার হয়তো কখনো চোখে পরতে পারে অন্যান্য ওয়েবসাইটের এক বা একাধিক লিংক। আবার দেখা যায় আপনার নিজের ওয়েবসাইটের কিছু পেজের লিংক দেখাচ্ছে। এই লিংক গুলো কেন দেখায়? None detected দেখালে কি কোন ক্ষতি আছে? আসুন জেনে নিই।
Refer শব্দের বাংলা অর্থ হচ্ছে "উল্লেখ করা, সম্পর্কযুক্ত বা নির্দেশ করা। কোন বিষয়ে কিছু উল্লেখ করানো বা তথ্য দেখানো হচ্ছে রেফারিং এর কাজ।
আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন- যে আর্টিকেলটি ইন্ডেক্স হয়নি, সেই URL টি দেখাচ্ছে। তবে সেটা গুগলের নিজস্ব মোবাইল ফররমেট লিংক। Google মোবাইল ভিউ ডিটেক্ট করার জন্য এই (?m=1) লিংক টি তৈরী করেছে। এটা গুগলের একটা অভ্যন্তরীণ ফাংশন।
Referring page বিষয়টা কি?
তবে একটি কথা আগেই বলে রাখি: ইনডেক্সিং এর বিভিন্ন সমস্যায় কিন্তু রেফারিং পেজ detected অপশনে বিভিন্ন ধরনের লিংক দেখায়। এক আর্টিকেলে এতগুলো ফটো এবং সমস্যা দেখানো সম্ভব নয়। কারণ- সবার ওয়েবসাইটে সব সমস্যা থাকে না। কিন্তু এখানে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সে বিষয়টা কিন্তু সবার একই।
সাইট ম্যাপ সমস্যা, রোবটিক টেক্সট সমস্যা, কপিরাইট, মানহীন কনটেন্ট প্রকাশ করা, ওয়েব সাইটে খুবই কম আর্টিকেল প্রকাশ করেছেন, ইত্যাদি কারণে যখন পেজ ইনডেক্স হয় না অথবা কোন ত্রুটি থাকে, তখন এটা বেশি দেখায়। এবার ধরুন, আপনি একটি পোস্ট ভালোভাবে লিখেছেন। সেই আর্টিকেল ইনডেক্সও হয়েছে, তবুও Referring page None detected দেখাচ্ছে কেন?
আসলে এটা কোন সমস্যা না। এখানে ঘাবড়ানোর কিছু নেই। এটা একটা গুগলের সিস্টেম মাত্র। আপনি যদি Referring page ডিটেক্ট অপশন গুলো যাচাই করে দেখেন, তাহলে দেখবেন ডিটেক্ট পেজ অপশনে যে পেজগুলো দেখায়- এর লিংকগুলো অনেক সময় জগাখিচুড়ির মত এলোমেলো থাকে। আবার অনেক সময় ডাইরেক্ট সেই আর্টিকেলেরই লিংক থাকে। যে লিংক গুলো জগাখিচুড়ি হিসেবে দেখায় সেগুলো কিন্তু google সিস্টেম নিজেই তৈরি করেছে, এখানে আমাদের কিছু করার নেই।
এখন যদি রেফারিং পেজ অপশনে কোন লিংক না দেখায়, তাহলে এর কারণ হচ্ছে: Google উক্ত পেজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোন অন্তর্মুখী পেজ লিংক আপনার ওয়েব সাইটে খুঁজে পাইনি বা detected করতে পায়নি। আর যদি সে কোন কিছু detected করতে বা খুঁজে না পায়, তাহলে সে আপনাকে কি দেখাবে? অবশ্যই None detected দেখাবে। এরপর যদি আপনি আপনার সেটিংস গুলো ঠিক করে রাখেন, তাহলে গুগল এটিকে অটোমেটিক নিজে থেকেই আবার ঠিক করে নেবে। যাইহোক, অন্তর্মুখী লিঙ্ক না থাকার অর্থ এই নয় যে আপনার URL ভাল র্যাঙ্ক করবে না।
শুধু আর্টিকেল URL ইনডেক্সিন এর ক্ষেত্রে নয়, Page with redirect, Redirect error কিংবা Alternate page with proper canonical tag সহ ইত্যাদি indexed পয়েন্টের ভিতর Discovery লেখার নিচে এই রেফারিং তথ্য দেখা যায়। এটি কিন্তু আপনার ওয়েবসাইট বা Domain URL ইনডেক্সিং এর ক্ষেত্রেও দেখায়। যখন ডোমেইনের ক্ষেত্রে দেখায়, তখন কিন্তু অন্য ডোমেইনের পেজ লিংক দেখায়। এবার আসুন জেনে নেই বিভিন্ন প্রকার Referring page detected বিষয়ে।
বিভিন্ন প্রকার Referring উদাহরণ
Domain URL: যদি আপনার ওয়েবসাইটের নাম এবং আরেকজনের ওয়েবসাইটের নাম ঠিক একই রকমের হয় এবং কেউ যদি আপনার ওয়েবসাইটের নাম লিখে সার্চ করে, তাহলে দেখবেন আপনার ওয়েবসাইটের পাশাপাশি ওই সকল ওয়েবসাইট চলে আসবে। আবার যদি আপনার ওয়েবসাইটের সঙ্গে মিল রয়েছে এমন ওয়েব সাইটের নাম লিখে কেউ সার্চ করে, তাহলে ওই সকল ওয়েবসাইটের পাশাপাশি আপনার ওয়েবসাইটের নাম এবং আর্টিকেলও দেখাবে।
আমার ওয়েবসাইটের নাম Blogniye আর যে সাইটটি রেফারিং পেজে দেখাচ্ছে সেটার নাম Blognife. এখানে শুধুমাত্র একটি অক্ষর আলাদা আর সেই অক্ষরটি আমি লাল করে রেখেছি। আমার সাইটে Y এবং অপর সাইটে F. এছাড়া কিন্তু সব এক। যে সকল ওয়েবসাইট এই রেফারি বিষয়টা তুলে ধরেছে (ফুটবল খেলার লাল কার্ড দেখানো রেফারী নয়), সেগুলো কিন্তু web Tool বিষয়ক ওয়েবসাইট। সময়ের সাথে সাথে এই লিংকগুলো পরিবর্তন হয়ে থাকে। যদি কোন ওয়েবসাইট লিংক না দেখায় তবে ঘাবড়ানোর কিছু নেই।
আপনি যদি মনে করেন, যে সকল সাইটকে রেফারিং করছে। সেই সাইটগুলো আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী। তাহলে সেটাও ভুল হবে না। এখন ধরুন আপনি একটা ওয়েবসাইট খুলেছেন। আপনার ওয়েবসাইটটি ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছে। এবার কেউ আপনার নামের সঙ্গে মিল রেখে একটি ওয়েবসাইট খুলল। তখন কিন্তু তার ওয়েবসাইটের সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটি রেফার করবে। আর কেউ যদি আপনার সঙ্গে মিল রেখে কোন ওয়েবসাইট খুলে, তাহলে অবশ্যই সে আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে, আর google এই বিষয়টি আপনাকে এখানে জানিয়ে দেয়।
Page URL: URL is not on Google বক্সের নিচের বক্সে Referring page None detected দেখতে পাই। এছাড়াও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অন্যান্য সেটিংগুলোতে। যখন আপনার URL টি google এ ইন্টেক্স হয় না, তখন আমরা এর কারণ খুঁজতে যাই। আর কারণ খুঁজতে গিয়েই আমরা এই নিম্নের ছবি দেখতে পাই।
এছাড়াও Page with redirect, Redirect error কিংবা Alternate page with proper canonical tag ইত্যাদি বিষয় গুলোতেও একই রকম। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সাইট ম্যাপ বা রোবটিক টেক্সট সমস্যার কারণে এইরকম দেখায়। কিন্তু যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে Referring page তাই আমরা sitemap বা robots.txt বিষয়ে কথা বাড়াব না।
প্রথম ফটোতে সাইটম্যাপ সমস্যা ছিলো, সেটা ঠিক করার পর নিচের ফটোতে রেফার পেজ detected হয়েছে। সেটিং ঠিক থাকলে গুগল নিজেই এটা ঠিক করে নেয়। যদিও অন্য ত্রুটির কারণে পেজ ইন্ডেক্স হয়নি কিন্তু পেজ None detected ঠিক হয়েছে।
Referring এর সুবিধা এবং অসুবিধা
এখানে সুবিধা অসুবিধার তেমন কিছু নেই। এটি শুধু গুগল ইনডেক্সের একটি তথ্য। তবে যদি Domain URL এর ক্ষেত্রে কোন ভাল ওয়েবসাইট আপনাকে রেফারিং করে, তাহলে ওই ওয়েবসাইটের কিছু ভিজিটর অবশ্যই আপনার ওয়েবসাইটে চলে আসবে। কারণ, যখন ভিজিটর সেই সাইটের নাম লিখে সার্চ করবে, তখন সার্চ ফলাফলে দেখবে দুটি ওয়েবসাইট প্রায় একই। তখন একবার হলেও তার মন চাইবে আপনার সাইটটি ভিজিট করে দেখতে। কিন্তু Page URL ব্যাপারটা সাইটের অভ্যন্তরীণ বিষয়।
Referring কীভাবে ঠিক করা যায়?
মূলত এটা নিয়ন্ত্রণ করার জন্য কোন 'সেটিংস' নেই। এটি কেবল তথ্যমূলক ডাটা। Google কখন কীভাবে ক্রল করে তার কিছু সূত্র দেয়, আপনার সেটআপ করার কিছু নেই এখানে। আপনার পেজ যদি ভালোভাবে ইনটেক্স হয়, তাহলে গুগল নিজে থেকেই এটি সেটিং করে দেবে বা Referring page শো করবে। আর যদি না দেখায়, তবুও এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই।