১০-এর ম্যাজিক শিখুন: অংক ধাঁধা

যে কোন একটা সংখ্যা মনে মনে ঠিক করে দশ যোগ কর। তারপর দুই দিয়ে তাকে গুণ করে আজকের তারিখটা যোগ করো। হয়েছে? এবার চার দিয়ে গুণ করে কুড়ি যোগ করো। তোমার বয়সের চারগুণ তার সঙ্গে যোগ দাও। দুই দিয়ে ভাগ করে আজকের তারিখের দ্বিগুণ বাদ দাও। দশ বিয়োগ করো। দুই দিয়ে ভাগ করো। তোমার বয়সটা বাদ দিয়ে, দুই দিয়ে ভাগ করে, তারপর প্রথমে যে সংখ্যাটা ধরেছিলে, সেটা এবার বিয়োগ করো। করেছো? 

- হ্যাঁ। 
- কত উত্তর হয়েছে বলে দেব? 
- বলো। 
- দশ।
- কী করে হল?
- যে কোন সংখ্যা দিয়েই শুরু করো-না কেন, উত্তর সব সময়েই দশ হবে। বিশ্বাস হচ্ছে না তো? বেশ, এবার একটা অন্য সংখ্যা ধরে দেখাও। 

১০-এর ম্যাজিক

- এবার ৯ ধরলাম। কিন্তু রোজ তো তারিখ পাল্টাবে, বয়সও তো প্রত্যেকের বেলায় আলাদা হবে! 
- তবুও উত্তর ওই দশই হবে। করেই দেখো!

৯, ৯+১০=১৯, ১৯x২ = ৩৮, ৩৮+১২ (তারিখ)=৫০, ৫০ × ৪=২০০, ২০০+২০=২২০, ২২০+৩২ (বয়স ৮, ৮×৪=৩২) =২৫২, ২৫২+২=১২৬, ১২৬–২৪ (তারিখের দ্বিগুণ)=১০২, ১০২–১০=৯২, ৯২÷২=৪৬, ৪৬-৮ (বয়স) =৩৮, ৩৮÷২=১৯, ১৯–৯ (প্রথম সংখ্যা)=১০।

এই মজার অংক ধাঁধা খেলাটা তুমি একবারের বেশি কাউকে দেখাতে যেও না, দেখাতে গেলেই গুমর ফাঁস হয়ে যাবে। আশা করি ১০-এর ম্যাজিক ভালো লেগেছে।
আর্টিকেল টি বন্ধুদের সাথে শেয়ার করুন
পরবর্তী প্রবন্ধ পূর্ববর্তী প্রবন্ধ
মন্তব্য নেই
মন্তব্য করুন
comment url