বয়স ও গোপন সংখ্যা বলে দেয়ার ট্রিক
তোমার বয়সটাকে দ্বিগুণ করে তার সঙ্গে পাঁচ যোগ দাও। যোগফলকে পঞ্চাশ দিয়ে গুণ করো। এবার একশোর কম যে-কোন একটা সংখ্যা ঠিক করো। সংখ্যাটা মনে করে রেখে আগের গুণফলের সঙ্গে যোগ দাও। এবার তিনশো পঁচাত্তর বাদ দাও। কত হল?
- ৭৪৬।
- তাহলে তোমার বয়স আট, আর একাত্তর যোগ দিয়েছিলে।
– ঠিক বলেছ তো! কী করে বললে?
- খুব সোজা ম্যাজিক। তুমি যে উত্তরটা বললে, তার সঙ্গে আমি একশো পঁচিশ যোগ করতেই পেয়ে গেলাম ৮৭১, যার প্রথম অংকটা তোমার বয়স আর শেষ দু'টো অংক -সেই একশোর চেয়ে কম সংখ্যাটা, যা যোগ করা হয়েছে। তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে। কারুর বয়স যদি নয়ের বেশি হয়, তাহলে প্রথম দু'টো অংক হবে তার বয়স। ধরো, কারুর বয়স ১৫, আর সে ৯ যোগ করেছে। হিসেব করে দেখো তো, ম্যাজিক হচ্ছে কিনা?
১৫×২ = ৩০, ৩০+৫ = ৩৫, ৩৫×৫০ = ১৭৫০
১৭৫০+৯ = ১৭৫৯, ১৭৫৯-৩৭৫ =১৩৮৪
১৩৮৪+১২৫= ১৫০৯
-বয়স পনের, আর সংখ্যাটা নয়।
প্রিয় পাঠক, আশা রাখি বয়স ও গোপন সংখ্যা বলে দেয়া প্রবন্ধটি আপনাদের ভালো লেগেছে। এরকম প্রবন্ধ পড়তে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। কমেন্ট বক্সে আপনাদের মতামত অথবা কোন বিষয়ে আপনি প্রবন্ধ পড়তে চান সে বিষয়ে আমাদের জানান।