তিন অংকের ম্যাজিক : অংক ধাঁধা
আমাদের জীবনে এমন অনেক সময় আসে যে সময়গুলোতে বসে আড্ডা দিতে ইচ্ছে করে। ইচ্ছে করে বন্ধু-বান্ধব বা পরিবারের লোকদের সঙ্গে বসে কিছু গল্প গুজব করি। কিছু মজার তথ্য কিংবা বুদ্ধির খেলা খেলি। আর এই বুদ্ধির খেলা খেলতে গেলে, কিছু বুদ্ধির ধাঁধা এবং তার উত্তর জানা থাকলে বেশ ভালো হয়। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই ওয়েবসাইটে এরকম প্রবন্ধ প্রকাশ করা। আশা করি এরকম প্রবন্ধগুলো আপনাদের ভাল লাগবে।
-দুই।
-তাহলে প্রথম সংখ্যাটা ছিল দু শো সাতানব্বই।
-হ্যাঁ, ঠিক হয়েছে!
-যে সংখ্যাই ধরো, শেষ পর্যন্ত তুমি আমায় যে অংকটা বলবে, তার পরের অংকটা হবে নয়। আর সর্বশেষ অংকটা পাওয়া যাবে, নয়ের থেকে তোমার বলা অংকটা, বিয়োগ করে। যেমন তুমি বললে দুই, তাই নয় থেকে দুই বিয়োগ করে সাত পেয়েছি।
এবার আরেকটা সংখ্যা ধরো। তিনশো নয়। মিলিয়ে দেখতে চাই।
৩০৯ কে উল্টো করে লিখলে, ৯০৩
৯০৩ - ৩০৯=৫৯৪
সংখ্যার প্রথম অংক = ৫
সংখ্যার দ্বিতীয় অংক = ৯
সংখ্যার তৃতীয় অংক = ৯ - ৫ (প্রথম অংক) ৪।