মনে মনে ধরা গোপন সংখ্যা বলে দেয়ার সুত্র
আমরা অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠান কিংবা আড্ডায় এমন অনেক লোকের সন্ধান পেয়ে থাকি যারা অংক নিয়ে ধাঁধা তৈরি করে এবং তার আশ্চর্যজনক উত্তর দেয়। এই প্রবন্ধে আমরা অংক নিয়ে একটা মজার ম্যাজিক আলোচনা করব।এর মাধ্যমে আপনি অন্যের মনে মনে ধরা গোপন সংখ্যা বলতে পারবেন। এর জন্য নিচের সম্পূর্ণ প্রবন্ধটি পড়ুন।
মনে মনে যে-কোন একটা সংখ্যা ঠিক করে পাঁচ দিয়ে তাকে গুণ করো। এবার দশ যোগ করে, চার দিয়ে গুণ করে, দুই যোগ দিয়ে, পাঁচ দিয়ে গুণ করো।
—কত উত্তর হল?
—পাঁচশো দশ।
—তার মনে তুমি মনে মনে ৩ ধরেছিলে।
—কী করে বুঝলে আমি মনে মনে ৩ ধরেছিলাম?
খুব সোজা ব্যাপার। পরপর যোগ আর গুণ করার পর শেষকালে যে উত্তরটা পাওয়া যায়, তার থেকে ২১০ বিয়োগ করে ১০০ দিয়ে ভাগ করলেই সংখ্যাটা বেরিয়ে পড়ে। তাই পাঁচশো দশ থেকে দু শো দশ বিয়োগ দিয়ে তিনশো পেয়েছিলাম, আর তিনশোকে একশো দিয়ে ভাগ দিতেই- তিন।
ধরো তিন না ধরে যদি সাত ধরতাম। একই হতো। করে দেখ- যেমন,
৭ × ৫=৩৫,
৩৫+১০=৪৫,
৪৫ × ৪=১৮০,
১৮০+২=১৮২,
১৮২ × ৫=৯১০।
- ন শো দশ থেকে দুশো দশ বাদ দিলে কত থাকে?
-সাতশো। আর সাতশোকে একশো দিয়ে ভাগ দিলেই সেই সাত।
প্রিয় পাঠক, আপনি যদি প্রবন্ধটি বুঝে না থাকেন, তাহলে মনোযোগ সহকারে আরেকবার পড়ে দেখুন। ধন্যবাদ।