মুহূর্তের মধ্যে কারো জন্ম সন ও বয়স বলে দেয়া

মনে করুন, অংক নিয়ে কথা হচ্ছে বা আড্ডার মাঝে আপনি হঠাৎ করেই মুহূর্তের মধ্যে কারো জন্ম সাল বলে দিলেন। সেটা অবশ্য অঙ্কের মাধ্যমে। তখন অবশ্যই আশেপাশের মানুষজন আপনাকে দেখে আশ্চর্য হয়ে যাবে। এইরকম আশ্চর্য বিষয় নিয়েই এই প্রবন্ধ। এই প্রবন্ধটি পড়লে আপনি মুহূর্তের মধ্যে কারো জন্ম সন ও বয়স বলে দিতে পারবেন। এজন্য নিচের গল্পটি পড়ুন।

: কারুর নিজ বয়স বা জন্ম-সন জানা থাকলে আমি তৎক্ষণাৎ বলে দিতে পারি। 
: আচ্ছা বলতো, আমার বন্ধু বাবুর জন্ম-সন ও বয়স কত? 
: বেশ, তুমি জন্ম-সন ও বয়স একখানা কাগজে লেখ। আমাকে না দেখিয়ে তা তোমার অন্যকে দেখাও। 
: হ্যাঁ, দেখালাম এবার কী করবো বল? 
: বাবুর বয়সের দশক সংখ্যাকে ৫ দিয়ে গুণ করে ২ যোগ কর। যোগফলকে আবার ২ দিয়ে গুণ করে এককের সংখ্যা যোগ কর। এখন কত হলো, বলো দেখি? 
: ১৬ হয়েছে। 
: তাহলে বাবুর বয়স ১২ বসর এবং জন্ম-সাল ১৯৯১। ঠিক বলেছি? 
: বড় তাজ্জবের ব্যাপার তো আব্বু! কী করে বললে বলনা? 
: এতে তাজ্জবের কিছুই নেই। যে গণিত বিদ্যার বলে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট ক্ষণে রকেটে চেপে মানুষ গ্রহ থেকে গ্রহান্তরে যাচ্ছে ও যাবার চেষ্টা করছে, সেই গণিত বিদ্যার বলে সামান্য তোমার বয়স বা জন্ম-সন বলা কঠিন কিছু নয়। 

ধর, বাবুর বয়স ১২ বছর। ১২-এর দশক সংখ্যা ১-কে ৫ দিয়ে গুণ করে ২ যোগ কর। ১ × ৫+২=৭। আবার, ৭-কে ২ দিয়ে গুণ করে এককের অংক ২ যোগ কর, ৭ × ২ + ২ = ১৬। এই ১৬ থেকে আমি ৪ বাদ দিয়ে ১২ পেয়েছি। ইহাই বাবুর বয়স।

তারপর, বর্তমান সন ২০০৩ থেকে বয়সের সংখ্যা ১২ বিয়োগ করে জন্ম-সন ২০০৩ - ১২ = ১৯৯১ হয়েছে। ইহাই তার জন্ম-সন। এছাড়া আরও একটি নিয়ম আছে।

মুহূর্তের মধ্যে কারো জন্ম সন ও বয়স বলে দেয়া

দ্বিতীয় নিয়ম: প্রথম নিয়মটি বয়সের অংক ধরে করা হয়েছে। এবারে জন্ম-সনের অংক ধরে নিয়মটা দেখাচ্ছি। বাবুর জন্ম-সন হলো, ১৯৯১। 

১৯৯১-এর দশক সংখ্যা ৯-কে ৫ দিয়ে গুণ করে ২ যোগ কর, ৯ × ৫ + ২ = ৪৭ হলো। আবার, ৪৭-কে ২ দিয়ে গুণ করে একক সংখ্যা ১ যোগ কর, ৪৭ × ২+১=৯৫। এই ৯৫ থেকে ৪ বিয়োগ করলে ৯১ হয়। এই ৯১ অর্থাৎ ১৯৯১ বাবুর জন্ম-সন এবং বর্তমান সন ২০০৩ থেকে জন্ম-সন ১৯৯১ বিয়োগ করলে ১২ হলো তার বয়স। প্রথমে বয়স বের করতে চাইলে বয়সের রাশি দিয়ে আগে অংক কষবে। 

: সবই ত বুঝলাম। কিন্তু অংক কষার পর তুমি ৪ বাদ দিলে কেন?
: ৪ সংখ্যাটিই আমার এ খেলার জাদুদণ্ড।
আর্টিকেল টি বন্ধুদের সাথে শেয়ার করুন
পরবর্তী প্রবন্ধ পূর্ববর্তী প্রবন্ধ
মন্তব্য নেই
মন্তব্য করুন
comment url